সংবাদ১৬.কমঃ বর্তমান সরকারের বিরুদ্ধে দেশে এবং বিদেশে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করে মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হোসেন বলেছেন, একাত্তরে পরাজয়ের গ্লানি বিএনপি ভুলতে পারেনি বলে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতে ভোটের মাধ্যমে বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
২২ জুলাই শনিবার সন্ধ্যায় বন্দর উপজেলায় নারায়ণগঞ্জ স্মৃতিসৌধ উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানটিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
বিভাগীয় কমিশনার পদন্নোতিপ্রাপ্ত সদ্য বিদায়ী জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, মুক্তিযুদ্ধ সংসদ জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযাদ্ধা মোহাম্মদ আলী, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, বন্দর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কুদরতে খুদা, বিজিবি প্রতিনিধিসহ সকল উপজেলার মুক্তিযোদ্ধা ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।