সংবাদ১৬.কমঃ সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম সুমনের নেতৃত্বে ৩০ কেজি গাজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে এস আই ওবায়দুর রহমান ও এএসআই শাহ আলমকে সাথে নিয়ে কুমিল্লা থেকে বিপুল পরিমান গাজা নিয়ে আসা মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম সুমনের নেতৃত্বে অভিযানিক দলটি ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে আষাড়িয়াচর মেঘনাঘাট চেকপোস্ট এলাকা থেকে ১৯ জুলাই বুধবার রাত ০৪:১৫ ঘটিকায় ঢাকা গামী লেনে রাস্তার উপর থেকে একটি সিলভার রঙের প্রাইভেট কার যাহার নং ঢাকা মেট্রো গ ৩৭-৩৮০৭ হইতে ৩০ কেজি (ত্রিশ কেজি) গাজাসহ চালক মোঃ সুমন (২৮) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি মোঃ সুমন মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কাশিমপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
মাদক কারবারি চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে। ধৃত মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রকৃয়াধীন রয়েছে বলেও জানান সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম সুমন।