সংবাদ ডেস্কঃ বাংলাদেশ সুপ্রিম পার্টি (বি,এস,পি) বাংলাদেশ নির্বাচন কমিশন কতৃক নিবন্ধন অর্জন করেছে । সে লক্ষ্যে ১৯ জুলাই সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর কার্যালয়সহ সারাদেশে আনন্দ উদযাপন ও মিষ্টি বিতরণ কর্মসূচি পালন করা হয়।
বর্তমানে সারাদেশে বাংলাদেশ সুপ্রিম পার্টি নিয়ে অনেকেই আলোচনার মধ্যে রয়েছেন। নিবন্ধনের জন্য এবার ৯৩টি দল আবেদন করেছিল। প্রাথমিক বাছাই শেষে ১২টি দলের মাঠ পর্যায়ের তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। এই ১২টি দলের মধ্যে শেষ পর্যন্ত দুটি দলকে নিবন্ধন দেওয়ার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমেদ আল হাসানী মাইজভান্ডারী জানান, নির্বাচন কমিশনের শর্ত শতভাগ পূরণ করেছে বাংলাদেশ সুপ্রিম পার্টি, মাঠ পর্যায়ে বাংলাদেশ সুপ্রিম পার্টির তথ্যের কোনো গড়মিল পায়নি নির্বাচন কমিশন। বাংলাদেশ সুপ্রিম পার্টির নিজ যোগ্যতায় নিবন্ধন পেয়েছে, পরিশ্রম করে এ সফলতা অর্জন করেছে, কোনো দলের অনুগ্রহে নয়।
সোনারগাঁ উপজেলা কার্যালয়ে সভার সভাপতিত্ব করেন সভাপতি হানিফ মিয়া, আলোচক ছিলেন সাধারণ সম্পাদক আবু সাঈদ মোঃ সালেক সহ সুপ্রিম পার্টির নেতৃবৃন্দ।