সংবাদ১৬.কমঃ আমি মোঃ শাহ জামাল। আমাকে জড়িয়ে আমার বিরুদ্ধে গত ১১ জুলাই মঙ্গলবার কয়েকটি অনলাইন পোর্টালে মিথ্যা ও বানোয়াট তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করলে আমার দৃষ্টি গোচর হয়।
সাংবাদিক জহিরুল ইসলাম সিরাজের সাথে জমি সংক্রান্ত বিষয়ে প্রতিহিংশা পরায়ন হয়ে কিছু অসাধু স্বার্থান্বেশী ব্যক্তি সাময়িক ফায়দা লুটায় ব্যর্থ হয়ে আমার সম্মান নষ্ট করার জন্য উঠেপড়ে লেগেছে। প্রকৃতপক্ষে ক্রয়সূত্রে আমিই ওই জমির মালিক, যা ইতোমধ্যে প্রমাণিত।
আমার পিতা মরহুম হাজী আহম্মেদ আলী বিত্তশালী ও সর্বজন সমাদৃত ব্যক্তি ছিলেন। বংশ পরম্পরায় আমাদের নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার বানিনাথপুর গ্রামের ঐতিহ্যবাহী বেপারী পরিবার। আমরা সবসময় চেষ্টা করি মানুষের কল্যাণে কাজ করতে। কারো সাথে গুন্ডামী, ভন্ডামী, জবরদখল আমাদের কাজ নয়।
আমাকে ও আমার পরিবারের লোকজনদের সমাজে হেয় প্রতিপন্ন করার কুট-কৌশল হিসাবে সাংবাদিকদের কলমের অপব্যবহার করাচ্ছে একটি স্বর্থান্বেশী মহল। আমি এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।