বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪

সড়ক দুর্ঘটনায় দুই মোটর বাইক আরোহী নিহত

সংবাদ১৬.কমঃ নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মদনপুর কেওঢালা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আমানউল্লাহ আমান (৩৫) ও শিশির মিয়া (২৮) নামের দুই যুবক মারা গেছেন।

বুধবার বিকেল ৩.৩০ মিনিটের দিকে মোটরসাইকেল নিয়ে মদনপুর থেকে জাঙ্গাল এলাকায় যাওয়ার পথে কাভার্ড ভ্যানের চাকায় পৃষ্ট হয়ে দুই যুবক ঘটনাস্থলেই মারা যায়।

নিহত আমানুল্লাহ আমান পূর্ব কেওঢালা এলাকার মৃত মোদাস্বের মিয়ার ছেলে এবং নিহত শিশির মিয়া জাঙ্গাল এলাকার আমিনুল মিয়ার ছেলে। নিহত দুই যুবক সম্পর্কে আপন মামাতো ফুফাতো ভাই।

কাচঁপুর হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর ইব্রাহীম মিয়া জানান, ঢাকা চট্রগ্রাম মহাসড়কের কেওঢালা এলাকায় মোটরসাইকেল দূর্ঘটনায় দুই যুবক মারা গেছেন। এ ঘটনায় ঘাতক গাড়ীটি আটক করা হয়েছে।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়