বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪

সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদকঃ জনপ্রিয় স্যাটেলাইট বাংলা টিভির রিপোর্টার এবং অনলাইন নিউজ পোর্টাল জনতার আলো’র সম্পাদক মোঃ প্রান্ত পারভেজ ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে প্রান্ত পারভেজ জানান-গত বৃহস্পতিবার আনুমানিক দুপুর ৩ টার সময় অচেনা একটি নাম্বার থেকে আমাকে এবং আমার স্ত্রীকে পৃথকভাবে ফোন করা হয়। ফোনে সন্ত্রাসীরা তাদের পরিচয় গোপন রেখে আমাদের অকথ্য ভাষায় গালাগালি করে এবং সপরিবারে মেরে ফেলার হুমকি প্রদান করে।

রাজধানী মিরপুর পল্লবীতে বসবাসরত সাংবাদিক প্রান্ত পারভেজ ও তার পরিবারকে ফোন করে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় নিরাপত্তা চেয়ে শুক্রবার (৯ জুন) পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

এ বিষয়ে পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান মিয়া বলেন, এ ঘটনায় প্রান্ত পারভেজ নিরাপত্তা চেয়ে থানায় এসে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়