নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমানের জগ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণার সময় বাধা দেয়ার অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের প্রার্থী সুন্দর আলীর লোকজনদের বিরুদ্ধে।
রোববার (৪ জুন) সকালে উপজেলার পৌরসভা এলাকার নোয়াপাড়া গ্রামে নির্বাচনী প্রচারণায় গেলে সুন্দর আলির লোকজন তাকে বাধা দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে উপায়ন্ত না পেয়ে সেখান থেকে ফিরে আসেন হাবিবুর।
হাবিবুর রহমান জানান, মৌখিকভাবে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়া না হলে নির্বাচনে সুষ্ঠু ও সমান সুযোগ সকল প্রার্থীর জন্য নিশ্চিত হচ্ছেনা।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমদাদুল হক তৈয়ব জানান, এ ব্যাপারে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।