সংবাদ১৬.কমঃ ভারি যানবাহন চলাচল, অতিবৃষ্টি ও কর্তৃপক্ষের উদাসীনতার কারণে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ব্যস্ততম মোগরাপাড়া চৌরাস্তা-উদ্ধবগঞ্জ সড়কটির চিড়ার মিল এলাকায় ইট, বালু, পাথর ও মাটি সরে গিয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটিতে হাটু সমান পানি জমে যায়। এরাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে বিগত ৩ মাসে শতাধীক যানবাহন দূর্ঘটনার শিকার হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৫০ জন পরিবহন যাত্রী।
এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে সাম্প্রতি রাস্তাটির সংস্কার কাজের উদ্যোগে গ্রহণ করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও জাতীয় সেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা।
মঙ্গলবার বিকেলে এ রাস্তার দৈলেরবাগ চিড়ার মিল সংলগ্ন ভাঙ্গা অংশে ও পল্লীবিদ্যুৎ অফিস সংলগ্ন ভাঙ্গা অংশে রাস্তার আর সি সি চলমান কাজের পরিদর্শন করেন এমপি লিয়াকত হোসেন খোকা।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, আমিন মেম্বার, কাজী নাজমুল ইসলাম লিটু, মো:মইনুল ইসলাম মামুন, সিকান্দার আলী মাস্টার, ফজলুল হক মাষ্টার, আরিফুর রহমান, মো: ইলিয়াস মিয়া, ঠিকাদারের প্রতিনিধি ও সড়ক ও জনপদ বিভাগের (সওজের) কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
রাস্তার সংস্কার কাজ পরিদর্শনের সময় এমপি লিয়াকত হোসেন খোকা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সুদৃষ্টি না থাকলে রাস্তাটির সংস্কার কাজ করা সম্ভব হতো না। তিনি রাস্তাটি সংস্কার কাজে প্রদক্ষেপ গ্রহণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।