বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪

সাংবাদিক হানিফ মোল্লাকে বঙ্গবন্ধু পদক প্রদান

রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা থেকে প্রকাশিত সাপ্তাহিক আমাদের রূপগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. হানিফ মোল্লাকে সম্মাননা পদক প্রদান করেছেন জয় বাংলা সাংস্কৃতিক পরিষদ।

অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর এমপি বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বিশ্বের শান্তির দূত। তাঁর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শেখ মুজিবুর রহমান অগ্রণী ভূমিকা রেখেছেন। ঢাকার বিজয়নগরে হোটেল অরনেটের কনফারেন্স কক্ষে সোমবার রাতে জয় বাংলা সাংস্কৃতিক পরিষদ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পুরস্কারের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা, গুনীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি হাজী জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- সাবেক চীফ হুইফ বীর মুক্তিযোদ্ধা আ-স-ম ফিরোজ এমপি, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ, বারহাট্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ মাইনুল হক কাশেম, দেশ গ্রুপের চেয়ারম্যান মিসেস রোকেয়া কাদের, জয় বাংলা সাংস্কৃতিক পরিষদের সভাপতি হোসেন রাব্বানী, সাংবাদিক আজিজুল হক মিন্টু প্রমুখ। পরে সাপ্তাহিক আমাদের রূপগঞ্জ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. হানিফ মোল্লা, সাংবাদিক রাশেদুল ইসলামসহ ১২জনকে গুণিজন সম্মাননা পদক প্রদান করা হয়।

সভায় প্রধান অতিথি সাবেক স্বরাষ্টমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর আরো বলেন, বঙ্গবন্ধু ছিলেন বিশ্বের শান্তির দূত। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করায় ১৯৭৩ সালের ২৩ মে তাকে আন্তর্জাতিক পদক দেয়া হয়। বঙ্গবন্ধুকে জুলিও কুরি শান্তি পদক পড়িয়ে দিয়েছিলেন বিশ্বশান্তি পরিষদের মহাসচিব রমেশ চন্দ্র।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়