হোমনা (কুমিল্লা) সংবাদদাতাঃ মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় তিতাস ভবনে তিতাস উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক মো.ওসমান গনি ভূইয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তিতাস উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ছাদেক হোসেন সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী আলী হোসেন মোল্লা, আক্তারুজ্জামান আক্তার,এমদাদ হোসেন আখন্দ,মোয়াজ্জেম হোসেন মুন্সি, কাজী কবির হোসেন সেন্টু, ডাঃ গোলাম মহিউদ্দিন জিলানী, আহ্বায়ক কমিটির সদস্য তোফায়েল হোসেন খান, যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের টিপু ভূইয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক হোসেন ভূইয়া ও ছাত্র দলের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম প্রমুখ।