বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪

নাগরপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

কাজী মোস্তফা রুমি, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা’২৩ এর নাগরপুর ইউনিয়ন আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৮ মে রবিবার নাগরপুর ঐতিহাসিক যদুনাথ ময়দানে উক্ত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামীলীগ নাগরপুর উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক, বর্তমান সময়ে নাগরপুর উপজেলায় জনপ্রিয়তার শীর্ষে, নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান মো: কুদরত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার জি এম ফুয়াদ মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য  মোঃ আতিকুর রহমান (জরিপ) এবং সম্মানিত সদস্য আব্দুস সামাদ। নাগরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ হারুনের নেতৃত্বে উক্ত সমিতির অন্যান্য নেতৃবৃন্দসহ নাগরপুর ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।

এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে নাগরপুর ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়