নিখিল বর্মনঃ নওগাঁর সাপাহারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি যথাযোগ্য মর্যাদা ও উৎসবের আমেজে উদযাপন করা হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে দিবসের তাৎপর্য সম্পর্কে আলোচনা সভা এবং চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণের মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম রাব্বানী, থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ান কবীর, উপজেলা শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী প্রমূখ।