রূপগঞ্জ সংবাদদাতাঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে ভুলতা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হল রুমে ইউপি চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক ভূইয়া ৩ কোটি ৬৯ লাখ ২২ হাজার ৬৩০ টাকার বাজেট ঘোষণা করেন।
১৪ লাখ ৫৪ হাজার ৫২ টাকা উদ্বৃত্ত রেখে বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-ভুলতা ইউপি চেয়ারম্যান মোঃ আরিফুল হক ভূইয়া, ইউপি সচিব মো: খোরশিদ আলম, সংরক্ষিত সদস্য রুবিনা বেগম, ফরিদা ইয়াছমিন, মোসা. খোদেজা বেগম, ইউপি সদস্য আবু দানিছ, রেজাউর রহমান, সুমন মুন্সী, কাকন মাহমুদ খোকন, মাহাবুবুর রহমান ও মনির হোসেন।
এছাড়াও নজরুল ইসলাম সুমন, কামাল হোসেন, মজিবুর রহমান, সাপ্তাহিক আমাদের রূপগঞ্জ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ হানিফ মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন। এবার বাজেটে গুরুত্ব দেয়া হয়েছে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, তথ্য ও প্রযুক্তি, জন্মমৃত্যু নিবন্ধন, যৌতুক ও বাল্য বিয়ে রোধে।