বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
spot_img

কবিতা, মোখা! কবি: শাহিন আলম শেখ

হু হু করে বইছে বাতাস

উড়ছে বাড়িঘর

সমুদ্র ঢেউ যেন সাপের কূণ্ডলী

আসছে ঘূর্ণিঝড়।

 

এ কেমন ঝড় রে বাবা

তাসের প্রবল গতি,

ঘূর্ণিঝড়ের তাণ্ডবে জনসম্পদের

হচ্ছে ভীষণ ক্ষতি।

 

মোখার মতন ভয়াল ঘূর্ণিঝড়

আগে দেখেনি বাঙালি জাতি,

অগণিত জীবন বাস্তহারায়

ভুগছে রাতারাতি।

 

উপকূলীয়দের ভিটেমাটি আজ

সমুদ্র করল গ্রাস,

বাস্তুহারারা দুঃখে ভীষণ

করছে হাসফাস।

 

প্রাণ বাঁচাতে ছুটছে মানুষ

আশ্রয়কেন্দ্রে নিচ্ছে ঠাই,

শূন্য আশ্রয়কেন্দ্র পূর্ণ হঠাৎ

পা ফেলানোর জায়গা নাই।

 

টেকনাফ, সেন্টমার্টিন আর-

কক্সবাজারের অবস্থা ভয়ংকর,

অভিশাপ রুপে আসলো বাহে

মোখা নামক ঝড়।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়