বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪

মাদক কারবারিকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ

সংবাদ১৬.কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চার হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনাঘাট টোলপ্লাজার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, গুরুদাসপুর থানার শ্রীপুর গ্রামের জিয়াউর রহমান ওরফে জিয়ার ছেলে মোঃ রাকিবুল ইসলাম ওরফে রাকিব।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক মো. ইমরান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) শেখ মো: বিল্লাল হোসেনের দেওয়া তথ্যে ইয়াবার একটি চালান নিয়ে একটি মাদকচক্র কক্সবাজার থেকে নারায়ণগঞ্জ আসছে। এমন সংবাদে থানার ওসি মাহাবুল আলম নিজে সঙ্গীয় ফোর্স নিয়ে সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজার সামনে পুলিশ চেক বসিয়ে গাড়িতে তল্লাশি চালায়।

এ সময় ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। পরে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়