বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪

জবিতে উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হলো ভর্তিপরীক্ষা

উবায়েদুল হক শুভ, জবি প্রতিনিধিঃ তৃতীয়বারের মত অনুষ্ঠিত হয়েছে ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা। ২০ মে (শনিবার) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মানবিক (বি) ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। গুচ্ছ ভর্তি পরীক্ষায় নেতৃত্ব দিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

যেসব ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্র হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নির্ধারণ করেছিল তাদের আসন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ ৩টি উপকেন্দ্রে অনুষ্ঠিত হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষা দেয় ১২ হাজার ৮৪৫ জন পরীক্ষার্থী। তাছাড়া অন্যান্য ৩ কেন্দ্রে মানবিক ইউনিটের ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট ২১ হাজার ৬৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে।

এসব ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থীদের সেবার জন্য প্রস্তুত ছিলো বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট, বিএনসিসিসহ অন্যান্য সামাজিক সংগঠনসমূহ। তাছাড়া, নতুনত্বের চমকে “জয়বাংলা বাইকসেবা” দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ শাখা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন বলেন, প্রথম ধাপে বি ইউনিটের ভর্তি পরীক্ষা সবার সহযোগিতায় ভালোভাবে সম্পন্ন হয়েছে। তাছাড়া, নিরাপত্তা রক্ষার্থে পুলিশ ও  আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর পর্যাপ্ত সদস্য কেন্দ্রে উপস্থিত ছিলো এবং পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে পারে সেজন্য ট্রাফিক বিভাগ সহয়তা করেছে।

এদিকে ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে পরীক্ষার জন্য মোট আবেদন পড়েছিলো ৩ লাখ ৩ হাজার ২৩১টি। পছন্দের কেন্দ্র হিসেবে শীর্ষে  আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়