নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে দেশের ভাবমূর্তি নষ্ট করার পায়তারা চালাচ্ছে যুবলীগ নেতা আসাদুজ্জামান আসাদ। আসাদ উপজেলা বারদী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি।
আসাদুজ্জামান আসাদ দেশের ভাবমূর্তি নষ্ট করতে গত ১৬ এপ্রিল মঙ্গলবার নিজের ফেইসবুক আইডিতে পোস্ট দিয়ে সে লিখেছে বিদ্যুৎ ফেরি করে বেঁচার দেশে ভয়াবহ লোডশেডিং কেন?
উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ইতোমধ্যে বারদী ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি এইচ এম আসাদুজ্জামান আসাদকে মৌলিক ভাবে তার পদবি থেকে বহিষ্কার করেছে।
সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম নান্নু জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উন্নয়নকে ব্যাহত করতে নিজের ফেইসবুক আইডিতে পোস্ট দিয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করেছে আসাদ। আমরা তাকে মৌলিক ভাবে বহিষ্কার করেছি এবং তাঁকে শোকজ করা হবে। পরবর্তীতে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্তা নেবো।