বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪

গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেফতার করলো সোনারগাঁ থানা পুলিশ

সংবাদ১৬.কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২০ কেজি গাঁজাসহ ইলিয়াস মিয়া (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার বিকালে  উপজেলার নয়াপুর দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি হলেন, সোনারগাঁ উপজেলার নয়াপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে ইলিয়াস মিয়া।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহবুব আলম সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকাল ৪টার দিকে উপজেলার নয়াপুর দক্ষিণপাড়া এলাকার সামনে থেকে ২০ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়