নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে চাচীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ভাসুরপুত্র মোঃ ইয়ানুসকে (২৩) গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে গ্রেফতার করা হয়। ইয়ানুস উপজেলার খাগকান্দা ইউনিয়নের ইসলামপুর গ্রামের হাবিবুল্লাহর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই গ্রামের দুবাই প্রবাসীর স্ত্রীকে (২৫) গত চার বছর ধরে বিভিন্ন সময়ে ভয় ভীতি দেখিয়ে ধর্ষণ করে আসছে ভাসুরপুত্র ইয়ানুস। লোক লজ্জার ভয়ে ধর্ষিতা সম্প্রতি স্বামীর বাড়ী ছেড়ে তার পিত্রালয় একই ইউনিয়নের খাগকান্দা কান্দাপাড়া গ্রামে আশ্রয় নেয়।
সর্বশেষ ২৩ এপ্রিল রাতে ইয়ানুস ধর্ষিতার পিত্রালয়ে গিয়েই তার ইচ্ছার বিরুদ্ধে আবারো তাকে ধর্ষণ করে। এ ব্যাপারে ধর্ষিতা নিজে বাদী হয়ে আড়াইহাজার থানায় বৃহস্পতিবার মামলা দায়ের করলে পুলিশ ইয়ানুসকে গ্রেফতার করে।
আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ এমদাদুল হক তৈয়ব জানান, মামলা নিয়েছি। গ্রেফতারকৃত আসামীকে কোর্টে প্রেরণ করা হয়েছে।