শনিবার, অক্টোবর ৫, ২০২৪

সোনারগাঁ বিএনপির ৫ নেতা কারাগারে

সংবাদ১৬.কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের ৫ নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে আদালত সোনারগাঁ থানার একটি নাশকতার মামলায় হাজিরা দিয়ে জামিনের আবেদন করলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।

বিএনপি-৫ নেতা হলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিউদ্দিন মেম্বার, সোনারগাঁ উপজেলা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপন, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সালাউদ্দিন সালু, সোনারগাঁ উপজেলা ছাত্রদলের আহবায়ক জাকারিয়া ভূঁইয়া ও সোনারগাঁ পৌরসভা ছাত্রদলের আহবায়ক ফরহাদ শিকদার।

বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, জামিনের শুনানির পূর্ব নির্ধারিত তারিখে তারা আদালতে হাজির হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়