বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪

রাজাকারদের তালিকা প্রস্তুত করা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

সংবাদ ডেস্কঃ আগামী ডিসেম্বর মাসের মধ্যে রাজাকারদের# তালিকা প্রস্তুত হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে সিলেট হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রাজাকারদের তালিকা করার জন্য আগে কোন আইন ছিল না। গত সংসদে আইনটি পাশ করা হয়েছে। একই সঙ্গে মুক্তিযোদ্ধা সংসদীয় কমিটির সভাপতি শাহজাহান খানকে প্রধান করে তালিকা প্রণয়ন ও নিয়মাবলী নির্ধারণের জন্য কমিটি করা হয়েছে। আশাকরি ডিসেম্বরে মধ্যে তালিকা প্রস্তুত হবে।

এর আগে দুই দিনের সফরে দুপুরে সিলেট পৌঁছান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। পরে তিনি হযরত শাহজালাল (র.) মাজারে জোহরের নামাজ আদায় করেন ও মাজার জিয়ারত করেন।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়