সংবাদ ডেস্কঃ রাজধানীর ওয়ারিতে ছয় তলা একটি ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর ১০টি ইউনিট কাজ করেছে। সোমবার রাত ১টা ৫৫ মিনিটের দিকে ভবনটির দ্বিতীয় তলায় আগুন লাগে।
দমকল বাহিনী জানিয়েছে, রাতে ওয়ারি পুলিশ ফাঁড়ির সামনের ছয় তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। দুইটার দিকে প্রথম ইউনিট গিয়ে কাজ শুরু করে। পরে আরও নয়টি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে ১০টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত-তাৎক্ষণিকভাবে কিছুই জানা যায়নি। আশপাশে পোশাক ও ইলেকট্রনিক্সের শোরুম রয়েছে বলে জানা গেছে।
এর আগে গত মঙ্গলবার রাজধানীতে পৃথক দুটি আগুন লাগার ঘটনা ঘটে। এর মধ্যে একটি উত্তরা বিজিবি মার্কেটে। অপরটি বায়তুল মোকাররম মার্কেটে।
তাছাড়া গত ১৫ এপ্রিল ভোরে রাজধানীর নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। এতে বহু ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।