শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
spot_img

২০ কোটি টাকা মূল্যের শিবলিঙ্গ রাখার পাটাতন উদ্ধার

নিখিল বর্মনঃ নওগাঁর রাণীনগরে ২০ কোটি টাকা মূলের পাথরের তৈরি শিবলিঙ্গ রাখার পাটাতন উদ্ধার করেছে পুলিশ। যার ওজন ৬৪ কেজি।

শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার পারইল ইউনিয়নের ভান্ডারগ্রাম বাজার এলাকা থেকে শিবলিঙ্গটি উদ্ধার করা হয়। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, উপজেলার ভান্ডারগ্রাম বাজারের পাশে শাহিন আলম নামে এক ব্যক্তির বাড়ি নির্মাণের জন্য মাটি খনন করছিল শ্রমিকরা। মাটি খননের সময় পাথরের শিবলিঙ্গ রাখার পাটাতন বের হয়। এ সময় ওই পরিবার ও স্থানীয় লোকজন বিষয়টি থানা পুলিশকে জানায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে পাটাতনটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওসি আরও জানান, পাথরের তৈরি শিবলিঙ্গ রাখার ওই পাটাতনের ওজন ৬৪ কেজি। যার আনুমানিক মূল্য ২০ কোটি টাকা। আদালতের অনুমতি সাপেক্ষে পাটাতনটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়