সংবাদ১৬.কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাসেল হোসেন (৩৬) ও কামরুল হাসান (২৩) নামের দুই মাদক ব্যবসায়ীকে ৮ কেজি গাঁজাসহ প্রেপ্তার করেছেন তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্দা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন বরিশালের মেহেন্দিগঞ্জ থানার ভংগা আন্দারমানিক গ্রামের নুরুল ইসলামের ছেলে রাসেল হোসেন ও কুমিল্লার চান্দিনা থানার আওলাল গ্রামের আব্দুল জলিলের ছেলে কামরুল হাসান।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ জাকির রব্বানীর নেতৃত্বে এস আই জয়ন্ত মজুমদার ও এ এস আই শাহদাতসহ সঙ্গীয় ফোর্স নিয়ে এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্দা এলাকায় অভিযান চালিয়ে দুই জন মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা জব্দ করা হয়।
তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ জাকির রব্বানী জানান, গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে শুক্রবার সকালে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।