নিখিল বর্মনঃ নওগাঁর পোরশা উপজেলায় নবনির্মিত ছয়ঘাটি জামে মসজিদে অনুদান প্রদান করলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে তার কার্যালয়ে ব্যক্তিগত তহবিল থেকে সংশ্লিষ্ট মসজিদের সম্পাদক আজিজুল হক ও কোষাধ্যক্ষ হাবিবুর রহমানের হাতে নগদ অর্থের এ অনুদান তুলে দেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী বলেন, তিনি তার ব্যক্তিগত তহবীল থেকে বিভিন্ন ব্যক্তি ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান দিয়ে থাকেন এবং আগামীতেও তা অব্যাহত রাখবেন বলে আশা করছেন।
এসময় তিনি সকলের কাছে দোয়া চান। অনুদানকালে ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।