বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪

নিতপুর সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তের রংসদা এলাকা থেকে ১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের টহলরত সদস্যরা ১ হাজার ৯৮০পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ইব্রাহীম হোসেন জুল্লু (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। সে নিতপুর চকবিষ্ণুপুর কাঁটাপুকুর গ্রামের মৃত সবুর উদ্দিনের ছেলে।

১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আজিজুল ইসলাম জানান, বুধবার সকাল সাড়ে ৮টায় সীমান্তের ২৩১ নং পিলার বাংলাদেশের অভ্যন্তরে তাকে আটক করা হয়। সে অভিনব কায়দায় ঘাঁস ভর্তি বস্তায় করে ভারত থেকে ট্যাপেন্ডাডল ট্যাবলেট গুলি বাংলাদেশে নিয়ে আসছিল।

এসময় তার নির্দেশনায় টহল কমান্ডার হাবিলদার ওবাইদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ইব্রাহীম হোসেন জুল্লুকে আটক করা হয়। আটক ট্যাবলেটগুলির মুল্য ১ লক্ষ ৯৭ হাজার টাকা বলে তিনি জানান। আটক ইব্রাহীমকে পোরশা থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়