বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪

তেইশ হাজার পাঁচশো পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

সংবাদ১৬.কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তেইশ হাজার পাঁচশো পিচ ইয়াবা টেবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফকৃত পারভেজ কক্সবাজার সদর পৌরসভা ১০ নং ওয়ার্ড’র মোঃ আবু মিয়ার ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল নারায়নগঞ্জ-শেখ বিল্লাল হোসেন এবং অফিসার ইনচার্জ সোনারগাঁ থানা মাহাবুব আলমের নেতৃত্বে অভিযানিক দল জানতে পারে যে কক্সবাজার থেকে বিপুল পরিমান ইয়াবা নিয়ে একটি মাদক চক্র নারায়নগঞ্জ আসছে।

উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক দলটি মেঘনা ঘাট এলাকায় ওঁত পেতে থেকে ৩ এপ্রিল সোমবার ভোর রাত ৪ টা ৪৫ ঘটিকার সময় উপজেলার মেঘনা টোলপ্লাজা সংলগ্ন আষারিয়ারচর পুলিশ চেকপোস্ট এর সামনে থেকে ২৩,৫০০ পিচ ইয়াবাসহ মোঃ পারভেজ (২৮) কে গ্রেফতার করে।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম সুমন জানান, ২৩ হাজার ৫০০ পিচ ইয়াবা টেবলেটসহ এক মাদক কারবরিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। মাদক কারবারি চক্রের সাথে জড়িত বাকি সদস্যদের গ্রেপ্তারের লক্ষে পুলিশের অভিযান অব্যাহত আছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা  প্রক্রিয়াধীন।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়