বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪

৩৬০০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সংবাদ১৬.কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তা মোড় ইয়াসিনের বিরিয়ানি দোকানের ভেতর থেকে আজ রাত আনুমানিক সারে নয় ঘটিকার সময় দুই মাদক কারবারিকে ৩৬০০ পিছ ইয়াবা টেবলেটসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামীরা হলো কুমিল্লা মেঘনা উপজেলার আলগী এলাকার আব্দুর রব’র ছেলে রনি, সে পিরোজপুর ইউনিয়ন ঝাউচর গ্রামের শামসুল হকের বাড়ির ভাড়াটিয়া। অপরজন নারায়ণগঞ্জ বন্দর উপজেলার আব্দুল জাহেরের ছেলে মোঃ রবিন।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম সুমন জানান, রনি ও রবিন নামের দুই মাদক কারবারিকে ৩৬০০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আগামীকাল আদালতে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়