সংবাদ১৬.কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় পার্টির ইউনিয়ন কর্মী সভা উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) নোয়াগাঁও ইউনিয়নের ধন্দীর বাজার এলাকায় এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
নোয়াগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব দেওয়ান উদ্দিন চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অথিতি ছিলেন, বাংলাদেশ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
বিশেষ অতিথি ছিলেন, ইউপি সদস্য ও ইউনিয়ন সেচ্চাসেবকপার্টির সাধারণ সম্পাদক রিয়াদ হাসান ফকির, ইউনিয়ন জাপা সভাপতি শাহিন মোল্লা, নেতা আব্দুল কাইয়ুম।
এ সময় আরো উপস্তিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, জাতীয় পার্টির নেতা ফজলুল হক মনি, বারদি ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক মো: জাকির সরকার, ইউপি সদস্য সাকিব, ইউপি সদস্য আবুল কালাম।
পরে আনিসুর রহমান ভূইয়াকে সভাপতি ও আব্দুল কাইয়ুমকে সাধারণ সম্পাদক ও রিয়াদ হাসান ফকিরকে সাংগঠনিক সম্পাদক করে নোয়াগাঁও ইউনিয়ন জাপার নতুন কমিটি ঘোষণা করা হয়।