বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪

সরকারি গাছ কেটে ইট পোড়ানোর অভিযোগ

পোরশা প্রতিনিধিঃ নওগাঁর পোরশা উপজেলায় অবৈধ ইট ভাটায় সরকারি গাছ কেটে ইট পোড়ানোর অভিযোগ উঠেছে। এ যেন ইট ভাটায় সরকারি গাছ পোড়ানোর হিড়িক পড়েছে, দেখার কেউ নেই।

অবৈধ ইট ভাটার কারণে যেমন কৃষি জমি নষ্ট হচ্ছে তেমনি ইট ভাটার কারণে রাস্তাঘাট থেকে শুরু করে আম, ধান, গমসহ অন্যান্য কৃষি ফসলের পাশাপাশি ইট ভাটাগুলো গ্রাম সংলগ্ন ও গ্রামের ভিতরে হওয়ায় গ্রামের ভিতর দিয়ে ট্রাক্টর ও পাওয়ার টিলার ট্রলি চলাচলের কারণে ব্যাপক ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন গ্রামবাসী ও এলাকার কৃষকগণ।

অন্যদিকে ব্যাপক হারে গাছ কেটে ইট পোড়ানোর ফলে জলবায়ু ও পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এবিষয়ে এলাকার জনসাধারণ জেলা প্রশাসক, নওগাঁ ও উপজেলা প্রশাসন, পোরশা  নওগাঁর  হস্তক্ষেপ কামনা করেছেন।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়