সংবাদ১৬.কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৫ কেজি গাজা সহ রাজু মিয়া (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
২২ মার্চ বুধবার ভোর রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি হবিগঞ্জ জেলার সোনারুঘাট উপজেলার রাজার গ্রামের লেবু মিয়ার ছেলে রাজু মিয়া।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম সুমন জানান, বুধবার ভোর চার টায় পিরোজপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে পাঁচ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করে সকালে আদালতে পাঠানো হয়েছে।