সংবাদ ডেস্কঃ ঢাকার মালিবাগ রেলগেটে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাসেল ফারুক জানান, বুধবার রাত ৯টা ২ মিনিটের দিকে মালিবাগ রেলগেটে ট্রেনের সঙ্গে সোহাগ পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়।
তিনি জানান, এ ঘটনায় ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে। উদ্ধার তৎপরতা চলছে।
এদিকে সড়কের এই পরিস্থিতিতে আশপাশের এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। ওই পথে চলাচলকারীরা পড়েছেন ভোগান্তিতে।