সংবাদ১৬.কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাকচাপায় অটোরিকশায় থাকা তিন যাত্রী নিহত হয়েছেন। এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম জানান, অটোরিকশাটি যাত্রী নিয়ে নয়াপুর এলাকায় যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই মারা যায় ১ যাত্রী। পর্বরতীতে হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় আরো দুইজনের মৃত্যু হয়।ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম বাইপাস মহাসড়কের ললাটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন জামপুর ইউনিয়নের পূর্ব দড়িকান্দী গ্রামের জামাল হোসেন (৩৫) সনমান্দী ইউনিয়নের মামুদি গ্রামের মোমেন মিয়া (২৮) এবং নোয়াগাঁও ইউনিয়নের মোঃ শুক্কুর আলী (৩৩)। ওসি বলেন, জড়িতদের আটক করার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।