সংবাদ১৬.কমঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ পানাম গাবতলী এলাকায় পানাম গাবতলী বাইতুল মামুর জামে মসজিদ নামে একটি মসজিদের উদ্বোধন করা হয়েছে।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা মসজিদটির উদ্বোধন করেন। গাবতলী বাইতুল মামুর জামে মসজিদের জমি দাতা বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য মোঃ মামুন মেম্বার।
মসজিদ উদ্বোধনী অনুষ্ঠিানে উপস্থিত ছিলেন বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন সরকার, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু নাঈম ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, জাবেদ রায়হান জয়, সাংস্কৃতিক সম্পাদক হাজ্বী মোক্তার হোসেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক ফজলুল হক মাষ্টার, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ ২নং ওয়ার্ডের সদস্য মোঃ আলমগীর মেম্বার ও হারুন মেম্বারসহ এলাকার জনসাধারণ।