সংবাদ১৬.কমঃ ঢাকা-চট্রগ্রাম বাইপাস সড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ললাটি এলাকায় সালাম স্টিল মিলের সামনে লরি/ট্রাক চাপায় অটোরিক্সায় থাকা ১যাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও তিন যাত্রী।
১৬ মার্চ বৃহস্পতিবার রার সাড়ে ১০টায় উপজেলার ললাটি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের নাম পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম জানায়, অটোরিক্সাটি যাত্রী নিয়ে নয়াপুর এলাকায় যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি লরি-ট্রাক অটোরিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়।
ওসি জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের নাম পরিচয় এখনো জানতে পারিনি। তবে তার পরিচয় জানার চেষ্টা চলছে।