নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ হে নবীন এসো আলোর মিছিলে এই শ্লোগান নিয়ে বাংলাদেশ ইনষ্টিটিউট অব মেরিন টেকনোলজী নারায়ণগঞ্জ ইনষ্টিটিউটে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান -২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) বি. আই. এম. টি অডিটোরিয়াম হলে সারাদিন ব্যাপী এ অনুষ্ঠান আয়োজিত হয়। উক্ত নবীন বরণ অনুষ্ঠানে অধ্যক্ষ বি. আই. এম. টি প্রকৌঃ মোঃ আকরাম আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়র ইন্সট্রাক্টর প্রকৌঃ মোহাম্মদ তকি উদ্দিন সাকি, ইন্সট্রাক্টর হাফিজুর রহমান, তুষার ইমরান, ক্রাফট ইন্সট্রাক্টর অবনী সহ অনান্য শিক্ষকমন্ডলী।
এসময় নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রবীণ শিক্ষার্থীদের মধ্যে দিক-নির্দেশনা মূলক উপস্থিত বক্তব্য রাখেন, এস বি এন্ড এমডি (শীপ বিল্ডিং) মোঃ মানিক চাঁদ, শীপ বিল্ডিং টেকনোলজির তাইজুল ইসলাম জয়, মেরিন টেকনোলজির ধনপতি ও জয় প্রসাদ ধর আর্টিফিসারের নাজমুল হোসেন প্রমুখ।