বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪

সোনারগাঁয়ে এক যুবকের মরদেহ উদ্ধার

সংবাদ১৬.কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে রুবেল (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম।

মঙ্গলবার (১৪ মার্চ) সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের ১ নং গংগাপুর বাজারে পশ্চিমপাশের পরিত্যক্ত এক জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রুবেল নারায়ণগঞ্জের রূপগঞ্জের মোগরাকুল এলাকার হাতেম আলীর ছেলে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, মরদেহটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। ফোন পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে৷

তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলা সঠিক কারন বলা সম্ভব হবে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়