স্টাফ রিপোর্টারঃ বেকার যুব ও যুব মহিলাদের আত্ম-কর্মসংস্থানের লক্ষে অপ্রাতিষ্ঠানিক (রাজস্ব) প্রশিক্ষণ ট্রেডের আওতায় ৭দিন মেয়াদী মাশরুম চাষ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়েছে। নারায়ণগঞ্জ সদর যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদের তত্ত্বাবধানে ১৩ মার্চ শহরের চাষাঢ়া মাধবীলতা সিটি প্লাজায় মাশরুম চাষ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়।
মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার পরিচালনায় প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রিয়াজুল হক।
প্রশিক্ষণ ক্লাসের প্রশিক্ষক সঞ্জয় কুমার সাহার সাবলীল উপস্থাপনায় শিক্ষার্থীরা উজ্জীবত হয়ে ওঠে। এ সময় মানব কল্যাণ পরিষদের মহাসচিব মোঃ নিজাম উদ্দিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন আকবর হোসাইন জনি, জেসমিন রহমান, আমিরজান আরা বেবী, ইফতেসাম, রহিমা খাতুন, ফারজানা বেগম, আয়শা আক্তার সহ অন্যান্য।
উল্লেখ্য, আর্তমানবতার সেবায় সামাজিক উন্নয়নে যুব সমাজকে প্রশিক্ষিত হিসেবে গড়ে তুলতে মানব কল্যাণ পরিষদ দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছে। মাশরুম চাষ প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মোঃ মঞ্জু, শিক্ষার্থীদের মধ্যে ছিলেন মোসাঃ জামিলা আক্তার, মোঃ সিফাত, মোসাঃ কামরুন নেছা, মুন্নি আক্তার, মনিকা আক্তার, মাহামুনা আক্তার, জয়া রানী দাস, মোঃ মুন্না, ফারজানা আক্তার রুবা।
এছাড়াও তাহমিনা আহমেদ লিলি, আব্দুল্লাহ আল রাফি, ইকরামুল হাসান রাকিব, কোহিনুর আক্তার শানু, উম্মেহানী সাদিয়া, সাদমি তাবাস্সুম, মিসেস কুমকুম, নিলুফা ইয়াসমীন, শামীমা আক্তার নিশি, ইনকা, রুবিনা, মৌসুমী জাহান, উম্ম ফারজানা হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।