বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
spot_img

ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে সোনারগাঁয়ে আলোচনা সভা

সংবাদ১৬.কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল দশটায় উপজেলা মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ ইব্রাহীম, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইন্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সনমান্দি ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ওসমান গনি ও কমান্ডার সোহেল রানা।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে লিয়াকত হোসেন খোকা ৭ ই মার্চের তাৎপর্য ও মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে বলেন, বঙ্গবন্ধু ১৯৭১ সালে ৭ ই মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানের ঐতিহাসিক ভাষণ দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের বিজয়কে ত্বরান্বিত করেছিল। তিনি আরো বলেন, নতুন প্রজন্মের সবাইকে ৭ ই মার্চের ভাষণের তাৎপর্য সম্পর্কে অবহিত করতে হবে। এর আগে উপজেলায় অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় আরও উপস্থিতি ছিলেন, উপজেলা প্রকৌশলী আরজুরুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসিনুল হাবীব, মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর শাহানারা আঁচল, এসিসেন্ট প্রোগ্রামার ফাতেমা তুজ জান্নাত উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানা, প্রাণিসম্পদ কর্মকর্তা মঞ্জুরুল হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামি ফাউন্ডেশনের সুপার ভাইজার আনোয়ারা বেগম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক ফজলুল হক মাষ্টার, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও স্কাউট সদস্যরা।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়