আড়াইহাজার প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদারকে প্রত্যাহার করা হয়েছে। রোববার বিকালে তাকে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।
জানা গেছে. শুক্রবার দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শালমদী নয়াপাড়া এলাকায় সম্পত্তি সংক্রান্ত সংঘর্ষে মোসলেম হাজী (৬০) নামে এক ব্যাক্তি প্রতিপক্ষের হামলায় নিহত হন। নিহত ব্যাক্তি ঘটনার চার দিন আগে জীবনের নিরাপত্তা চেয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু পুলিশ এ ব্যপারে কোন ব্যবস্থা না নেয়ায় মোসলেম হাজীর মৃত্যুর বিষয়ে পুলিশের দায়িত্বে অবহেলার অভিযোগ করেন তার স্ত্রী সাহেরা। এর পরই বিকেলে ওসি আজিজুল হক হাওলাদারকে প্রত্যাহার করা হয়েছে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাই লাউ মার্মা বলেন, ওসি আজিজুল হক হাওলাদারকে নিয়মিত বদলীর অংশ হিসেবে নারায়ণগঞ্জ পুলিশ অফিসে নিয়ে আসা হয়েছে।