শনিবার, অক্টোবর ৫, ২০২৪

সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত, আহত ১

সংবাদ১৬.কমঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদীপুর কনকা ফ্যাক্টরী এলাকায় গত শুক্রবার রাতে অজ্ঞাত ট্রাকের চাপায় মামুন (২৮) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত ও অপর একজন আহত হয়েছেন।

মুমূর্ষু অবস্থায় আহত ওই মোটর সাইকেল আরোহী মেহেদীকে (১৮) রাজধানী ঢাকায় একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সহিদুল ইসলাম জানান, গত শুক্রবার রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার সাদীপুর কনকা ফ্যাক্টরী এলাকায় বেপরোয়া গতিতে আসা অজ্ঞাত একটি ট্রাক মোটরসাইকেল আরোহী মামুন ও মেহেদীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

এসময় ঘটনাস্থলেই মামুন নিহত হয়। মুমূর্ষু অবস্থায় অপর আরোহী মেহেদীকে উদ্ধারের পর রাজধানী ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে নিয়ে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় সোনারগাঁ মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়