বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪

আত্রাইয়ে প্রাণি সম্পদ প্রদর্শনী উদ্বোধন

নওগাঁ জেলা সংবাদদাতাঃ নওগাঁর আত্রাইয়ে প্রাণি সম্পদ প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। শনিবার (পঁচিশ ফ্রেব্রুয়ারী) সকাল এগারো টায় উপজেলা পরিষদ মাঠে প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী এই প্রদর্শণীর ফিতা কেটে উদ্বোধন করেন আত্রাই-রাণীনগর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল যৌথ ভাবে এই প্রদর্শনীর আয়োজন করে। এ সময় প্রধান অতিথি প্রদর্শনীতে স্থাপিত বিভিন্ন ষ্টল পরির্দশন করেন। পরির্দশনকালে প্রধান অতিথির সহিত উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ মোঃ আবু আনাছ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী, উপজেলা কৃষি অফিসার কেএম কাওছার হোসেন, বীর মুক্তি যোদ্ধা নীরেন্দ্র নাথ দাশ প্রমূখ।

প্রদর্শনীতে প্রায় ষোলটি স্টলে বিভিন্ন প্রজাতির গরু, ছাগল, ভেড়া, হাঁস মুরগি, কবুতর, বিভিন্ন সৌখিন পাখি প্রদর্শন করা হয়। উৎসুক জনতা এই প্রদর্শনী উপভোগ করেছেন।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়