ময়মনসিংহ প্রতিনিধিঃ ভোলা জেলার লালমোহন উপজেলায় নিজ বাড়ি থেকে রওশনা বেগম নামে এক নারী নিখোঁজ হয়েছেন। রওশনা বেগম উপজেলার কালমা গ্রামের নুরুল হক মেলকার’র মেয়ে।
বুহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮ টার দিকে নিজ বাড়ি থেকে ওই নারী নিখোঁজ হয়। নিখোঁজ নারীর ছোট ভাই মো. জসিম উদ্দিন বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার সময় রওশনা বেগম হঠাৎ নিখোঁজ হয়। এরপর বিভিন্ন জায়গা ও আত্মীয় স্বজনের বাড়িতেও তার কোন সন্ধ্যান পাওয়া যায়নি।
তিনি বলেন, কেউ যদি রওশনা বেগমকে দেখে থাকেন বা খোঁজ পেয়ে থাকেন। তবে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগের জন্য বিনীত ভাবে অনুরোধ করা হলো। এ বিষয়ে লাল মোহন থানার ইনচার্জ বরাবর একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
মোবাইল- ০১৭২৬১০৭৮৯৮/ ০১৭১৬-৩৭৭১৫১