বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪

আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে একজনের মৃত্যু

আড়াইহাজার প্রতিনিধিঃ নিজের পুকুরের পানি সেচ করছিলেন বৈদ্যুতিক মোটরপাম্প দিয়ে। কে জানতো বিদ্যুস্পৃষ্ট হয়ে এই পুকুরে পড়ে গিয়েই তার অপমৃত্যু ঘটবে। হৃদয়বিদারক এ ঘটনা গতকাল শুক্রবার দুপুর ১২ টায় ঘটেছে আড়াইহাজার উপজেলার বিশনন্দি ইউনিয়নের চৈতনকান্দা গ্রামে।

হাসপাতাল সূত্রে জানাগেছে, চৈতনকান্দা গ্রামের রহিম মিয়ার ছেলে মনু মিয়া (৩৫) শুক্রবার বেলা ১১ টার দিকে নিজের পুকুরের কাছে দেখতে যান পানি কতটুকু কমেছে। দু’দিন ধরে মোটরপাম্পের সাহায্যে সেচ এর কাজ চলছিল। এ সময় মোটরপাম্পটি কয়েকবার বন্ধ হয়ে যায়। বৈদ্যুতের লাইনটি চেক করার সময় রহিম মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুকুরে পড়ে যায়।

তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে দুপুর ১২ টায় কর্তব্যরত ডাক্তার রহিম মিয়াকে মৃত ঘোষনা করেন। এই সময় হাসপাতালে হৃদয় বিদারক দৃশ্যের সৃস্টি হয়। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সুমন দাস ঘটনা নিশ্চিত করেন।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়