সংবাদ১৬.কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে ও মঙ্গলবার সকালে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানিয়ে সোনারগাঁ উপজেলা চত্বরে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
এছাড়াও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইঁয়া, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বিরু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবুর রহমান, বর্তমান সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক আরিফ আহম্মেদ, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি বিল্লাল হোসেন বেপারি, আওয়ামীলীগ নেতা এরফান হোসেন দীপ, যুবলীগের সহ-সভাপতি আরমান মেরাজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শামীম, সাবেক ছাত্রনেতা শাহ মোঃ সোহাগ রনি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী আসিফ আহমেদ আনিস শ্রদ্ধা নিবেদন করেন।
শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন, সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলাম, সোনারগাঁও প্রেস ক্লাব, সোনারগাঁও রিপোর্টার্স ক্লাব, সামাজিক সংগঠন ষোলোআনা, সোনারগাঁ উপজেলা প্রশাসন, সোনারগাঁ উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলর, সোনারগাঁ থানা, সোনারগাঁ পৌরসভা, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আনসার ভিডিপি, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ, জাতীয়পার্টি, বিএনপি, বাসদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের জনসাধারণ।
শহীদ দিবসে সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক ও আলোচনা সভার আয়োজন করা হয়।