সংবাদ১৬.কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বাসায় গ্যাসলাইন লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ৪ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার কাচঁপুর ইউনিয়নের বেহাকৈর এলাকার বারেক মেম্বারের বাড়ির ভাড়াটিয়া বাবুল কন্ট্রাক্টরের বাসায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন-সজিব (২৭), রুবেল (৩০), মামুন (৩২) ও জাকারিয়া (৩৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেহাকৈর এলাকায় বারেক মেম্বারের বাড়িতে বিকেল ৫ টার দিকে রান্নাঘরে দিয়াশলাই দিয়ে সিগারেটে আগুন ধরানোর সময় হঠাৎ করে আগুন লেগে যায়। এতে ঘরে থাকা চারজনই দগ্ধ হন। পরে স্থানীয়রা দগ্ধ অবস্থায় উদ্ধার করে তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।
সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম সুমন জানান, রান্নাঘরের গ্যাসলাইনের লিকেজ থেকে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন দগ্ধ হলেও তারা কেউই গুরুতর আহত নয়। তারা বর্তমানে ফাস্ট এইড নামের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের রিলিজ দেওয়া হবে।