বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪

সাপাহারে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাতৃভাষা দিবস পালিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোতাহার হোসেন।

এসময় অভিভাবক নিখিল বর্মন, বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়