বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
spot_img

আন্তঃ কলেজ প্রতিযোগিতায় সেরা সাপাহার সরকারি কলেজ

নিখিল বর্মন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁয় আন্তঃ কলেজ ক্রীড়া, সংস্কৃতি ও বির্তক প্রতিযোগিতায় সাপাহার সরকারি কলেজ ৮টি ইভেন্টে জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে।

জানা যায়, গত ৮ ও ৯ ফেব্রুয়ারি জাতীয় বিশ্ব বিদ্যালয় আয়োজিত ‘আন্তঃ কলেজ ক্রীড়া, সংস্কৃতি ও বির্তক প্রতিযোগিতা-২০২৩’ জেলা পর্যায়ে নওগাঁ সরকারি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা দলীয় ও একক ভাবে অংশ নিয়ে দলীয় ইভেন্ট, দাবা, ক্যারাম (একক), ক্যারাম (দ্বৈত), ব্যাডমিন্টন (একক), একক অভিনয়, দলীয় নৃত্য এবং উপস্থিত বক্তব্য ইভেন্টে চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে সাপাহার সরকারি কলেজ।

এবিষয়ে জানতে চাইলে সাপাহার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহিদুর রহমান বলেন, জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য পেয়েছে কলেজের শিক্ষার্থীরা। বিভাগীয় পর্যায়েও এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে সাফল্য অর্জনের গৌরব অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছি।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়