সংবাদ১৬.কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ১০৪ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিঠা উৎসব, শিক্ষার্থীদের মাঝে গল্প ও ইতিহাস ঐতিহ্য নিয়ে লেখা বিভিন্ন লেখকদের বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১৫ ফেব্রুয়ারী বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত স্কুলের বারান্দায় ছোট ছোট শিক্ষার্থীরা হরেক রকমের গ্রামীণ পিঠার পসরা সাঁজিয়ে পিঠা উৎসবকে আকর্ষনীয় করে তুলেছে।
পিঠা ও বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও প্রেসক্লাবের সদস্য ও আনন্দ টিভির প্রতিনিধি মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক ঢাকা টাইমস পত্রিকার প্রতিনিধি মোঃ ইমরান হোসেন ও গণকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ আনিসুর রহমান সজিব।
এসময় অনুষ্ঠানে কান্দারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাজহারুল ইসলাম, ফাহিমা আক্তার বিউটি, শেফালী আক্তার ও রিমি আক্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।