বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪

রূপগঞ্জে জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন জাতীয় পার্টির সম্মেলনে ফিরোজ মিয়াকে সভাপতি ও মোঃ মকবুল হোসেনকে সাধারণ সম্পাদক ও মোঃ আল-আমিনকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট্য ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।

১২ ফেব্রয়ারি রবিবার দাউদপুর ইউনিয়নের কলিঙ্গা বাজার বালুর মাঠে আয়োজিত এক সভায় এ কমিটির ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন দাউদপুর ইউনিয়ন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ মিয়া।

সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চৌধুরী, সহ সভাপতি ফিরোজ মাহমুদ মঙ্গল, তোফাজ্জল হোসেন, নাজির হোসেন ভুইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মিন্টু, জাতীয় পার্টি নেতা আব্দুর রাজ্জাক, মোঃ বাবুল খান, জাতীয় পার্টির মহিলা বিষয়ক সম্পাদক মোসাঃ নাছরিন আক্তার প্রমুখ।

আরো দেখুন
Advertisment
বিজ্ঞাপন

সবচেয়ে জনপ্রিয়